স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের সন্ধ্যায় সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস মঞ্চস্থ করেছে রুদ্ধশ্বাস এক ম্যাচ। শেষ ওভারের থ্রিল ছাপিয়ে শেষ বলে এক উইকেটের জয় তুলে নিয়েছে সিলেট। পেয়েছে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা। জয়ের কাছাকাছি গিয়ে আবার পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছেড়েছে নবাগত নোয়াখালী।
আজ শনিবার (২৭ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালী ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৩ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান করে সিলেট।
শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল ১৩ রান, হাতে ২ উইকেট। ইথান ব্রুককে প্রথম দুই বল ডট দেওয়ান সাব্বির হোসেন। পরের বল নো। ফ্রি হিট কাজে লাগিয়ে ছক্কা হাঁকান ইথান। এর পরের ডেলিভারিতে চার।
দুই বলে প্রয়োজন দাঁড়ায় দুই রান। তখনই নাটক। রান আউট হন ইথান। এক বলে প্রয়োজন দুই। এবার ওয়াইড। শেষ বলে সালমান ইরশাদ ব্যাট চালান। বল প্যাডে। তিনি আর মোহাম্মদ আমির প্রান্ত বদল করেন। সাব্বির নন স্ট্রাইকে হিট করেন, স্ট্যাম্প ভাঙেনি। নোয়াখালী রিভিউ নিলেও টিভি আম্পায়ার নট আউটেই অবিচল থাকেন। তাতে সিলেট হাসে জয়ের হাসি।
রান তাড়ায় সিলেটের শুরুটা ভালো হয়নি।ওপেনার সাইম আইয়ুব ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার রনি তালুকদার বিদায় নেন ৯ রানে। দুজনকেই ফেরান হাসান মাহমুদ। আফিফ হোসেন ৩ রান করে রেজাউর রহমানের শিকারে পরিণত হন। ৩৪ রানে ৩ উইকেট হারানো সিলেটের ইনিংস মেরামতের দায়িত্ব নেন পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেটে দুজন গড়েন ৮৩ রানের জুটি।
৪১ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬০ রান করেন ইমন। ৩৭ বলে ৩৩ করে তাবকে সঙ্গ দেন মিরাজ। দুজন বিদায় নিলে আবারও ঘোরে ম্যাচের মোড়। সেখান থেকে ইথান ব্রুকের ১৩ বলে ১৬ রানে জয়ের স্বাদ পায় সিলেট।
নোয়াখালীর পক্ষে ৩৪ রানে ৪ উইকেট নেন মেহেদি হাসান রানা। হাসান মাহমুদ পান দুটি।
সিলেটের স্পোর্টিং উইকেটে অবশ্য আজও ব্যাট হাতে ব্যর্থ নোয়াখালী। ইনিংসের প্রথম বলেই মাজ সাদাকাতের উইকেট হারায় তারা। মোহাম্মদ আমিরের বলে উইকেটের পেছনে পারভেজ হোসেন ইমনকে ক্যাচ দেন সাদাকাত। রানের খাতা খোলার আগে উইকেটের পতন ঘটে। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানও ফেরেন শূন্য রানে। তাকে ফেরান খালেদ আহমেদ।
নোয়াখালীকে বিপদে ফেলে খালেদের বলে লেগবিফোর হয়ে শূন্য রানে ফেরেন আরেক ব্যাটার হায়দার আলী। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা নোয়াখালী শিবিরে। অধিনায়ক সৈকত আলীর ব্যাট থেকে আসে ২৯ বলে ২৪ রানের মন্থর ইনিংস। তিনি বিদায় নেন সাইম আইয়ুবের শিকার হয়ে। যা চাপ বাড়ায়।
তবে, স্রোতের বিপরীতে মাহিদুল ইসলাম অঙ্কন তুলে নেন ফিফটি। ৫১ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহিদুল। মূলত, তিনিই টেনে নিয়েছেন দলকে। সঙ্গে শেষদিকে সাব্বির হোসেনের ১৫ বলে ১৫ রান এবং জাকের আলী অনিকের ১৭ বলে ২৯ রানে ভর দিয়ে দলীয় সংগ্রহ ১৪০ এর ঘরে পৌঁছায়।
সিলেটের পক্ষে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন খালেদ। ২৫ রানে ২ উইকেট নেন আইয়ুব। ২৫ রান দিয়ে আমির পান এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৪৩/৭ (সাদাকাত ০, সোহান ০, সৈকত ২৪, হায়দার ০, অঙ্কন ৬১*, সাব্বির ১৫, জাকের ২৯, রাজা ০, হাসান ১*; আমির ৪-০-২৫-১, খালেদ ৪-১-২৩-৪, সালমান ৪-০-৩৬-০, নাসুম ৪-০-২৮-০, আইয়ুব ৪-০-২৫-২)
সিলেট টাইটান্স : ২০ ওভারে ১৪৪/৯ (আইয়ু্ব ০, রনি ৯, জাকির ১৩, ইমন ৬০, মিরাজ ৩৩, আফিফ ৩, ইথান ১৬, নাসুম ০, খালেদ ০, আমির ১*, সালমান ০*; হাসান ৪-০-১৯-২, রানা ৪-০-৩৪-৪, রেজাউর ৪-০-২৪-১, সাব্বির ৩-০-২৯-০, জহির ৪-০-২৩-১, সাদাকাত ১-০-১৩-০)