ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

১২ পৌষ ১৪৩২, ০৬ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৮, ২৬ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

ছবি -বাংলার চোখ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে জেলার সোনামসজিদ ও বিলভাতিয়া সীমান্ত এলাকা থেকে মাদকগুলো জব্দ করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।

জব্দকৃত মাদকের মধ্যে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ ও ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ব্যাটালিয়নের  সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ২০ হতে ২৫০ গজের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে ভারতীয় মাদক ফেনসিডিল ও ফেনসিডিলের বিকল্প  চকোপ্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয়। অভিযানকালে চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো জানান, জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করলেও ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে ৭৭২ বোতল ফেনসিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে এবং সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন