ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

১৪ পৌষ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

শেরপুরের সংসদ সদস্য প্রার্থীদের ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক

শাহরিয়ার মিল্টন , শেরপুর থেকে

প্রকাশ: ২০:৩২, ২৮ ডিসেম্বর ২০২৫

শেরপুরের সংসদ সদস্য প্রার্থীদের ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক

ছবি -বাংলার চোখ

শেরপুরে সংসদ সদস্যপ্রার্থীদের নিয়ে ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), শেরপুরের উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে অংশ নেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএএফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন। সংলাপে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ শেরপুরের মডারেটর মাসুদ হাসান বাদল। এনডিএফ শেরপুরের উপদেষ্টা এমদাদুল হক রিপনের সঞ্চালনায় সংলাপে সংসদ সদস্য প্রার্থীরা শেরপুরকে নিয়ে তাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত এনডিএফ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংলাপে এমএএফ ও এনডিএফ এর অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন