ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

১৪ পৌষ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

বিপিএলে খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা ইমাদ ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৫৮, ২৮ ডিসেম্বর ২০২৫

বিপিএলে খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা ইমাদ ওয়াসিমের

ছবি :সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বিপিএলের নিয়মিত মুখ। এবারের আসরেও খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। মৌসুমে ঢাকার প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে দারুণ বোলিং করে ৩ উইকেট শিকার করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। আর সেই ম্যাচের পরের দিন দিয়েছেন চমকে ওঠার মতো খবর। স্ত্রী শানিয়া আশফাকের সঙ্গে ইমাদের ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।

৩৭ বছর বয়সী ইমাদ ওয়াসিম জানিয়েছেন, তিনি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক ব্যক্তিগত বার্তায় এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান ইমাদ এবং ভক্ত ও গণমাধ্যমকে তাদের পুরোনো একসঙ্গে তোলা ছবি শেয়ার না করার আহ্বান জানান।

ইমাদ লেখেন, 'অনেক ভেবে এবং গত কয়েক বছরে বারবার এমন কিছু দ্বন্দ্বের মুখোমুখি হওয়ার পর, যেগুলোর সমাধান সম্ভব হয়নি, আমি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছি। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে এবং পুরোনো দম্পতির ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকতে।'

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আরও অনুরোধ করেন, ভবিষ্যতে যেন সানিয়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয় এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের জল্পনা বা ভ্রান্ত তথ্য ছড়ানো থেকে বিরত থাকা হয়।

তিনি বলেন, 'আমি সবাইকে অনুরোধ করছি কোনো বিভ্রান্তিকর গল্পে জড়াবেন না বা সেগুলো বিশ্বাস করবেন না। এই ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে কাউকে হেয় করা বা অন্যদের জড়ানোর চেষ্টা করা হলে প্রয়োজনে আইনি পথে তার মোকাবিলা করা হবে।'
 
ইমাদ তাদের সন্তানদের বিষয়েও কথা বলেন এবং একজন বাবা হিসেবে নিজের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করেন, 'সন্তানদের ব্যাপারে আমি তাদের বাবা হিসেবেই থাকব এবং পূর্ণ দায়িত্ব ও যত্ন নিয়ে তাদের দেখভাল করে যাব। এই বিবৃতিতে তিনি সমর্থকদের বোঝাপড়া ও সম্মানের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিনটি সন্তান রয়েছে।

বাঁহাতি স্পিনার ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তিনি ৯৮৬ রান করার পাশাপাশি ৪৪টি উইকেট নিয়েছেন, আর টি–টোয়েন্টিতে করেছেন ৫৫৪ রান এবং শিকার করেছেন ৭৩টি উইকেট।

গত বছর ডিসেম্বরে ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার। 

আরও পড়ুন