ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২০:২৫, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ বিন ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঝালকাঠি। নিজ জন্মভূমিতে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ।
রোববার দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে অন্তর্বতীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগও তোলা হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “তুমি কে আমি কে হাদি হাদি”, “এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে”, “ইনসাফের কথা ক’বো—আমরা সবাই হাদি হবো” এমন নানা স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন পার হলেও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সরকারের সময় যেমন খুনিরা পার পেয়ে গেছে, তেমনি অন্তর্বতীকালীন সরকারের সময়েও খুনিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।