ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

 কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব: নারীর মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি থেকে

প্রকাশ: ২৩:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫

 কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব: নারীর মৃত্যু

ছবি :সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, ঘটনাস্থলটি বন্যহাতির নিয়মিত চলাচলের পথ। রাতে হাতির একটি দল ওই এলাকা অতিক্রম করার সময় ওই নারী তাদের সামনে পড়ে যান। এ সময় হাতির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বন্যহাতির আঘাতে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কাপ্তাই ও আশপাশের এলাকাগুলোতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন