ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

আবারও ব্যর্থ নোয়াখালী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:১৪, ২৯ ডিসেম্বর ২০২৫

আবারও ব্যর্থ নোয়াখালী

ছবি : রাজশাহী ওয়ারিয়র্স

তৃতীয় ম্যাচে এসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে দলটি। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ ১২৪ রান।

ব্যাট হাতে ঝড়ো শুরু করে নোয়াখালী। প্রথম ওভারেই তোলে ১৮ রান। এরপর ছন্দপতন। বিনুরা ফার্নান্দোর বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন হাবিবুর রহমান সোহান। ৬ বলে ৫ রান করেন তিনি। আরেক ওপেনার মাজ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান। ওয়ানডাউনে নেমে ১১ বলে ৬ রান করেন সাব্বির হোসেন।

রিপন মন্ডলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নোয়াখালী। তার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। নোয়াখালীর সাতজন ক্রিকেটার বিদায় নেন দুই অঙ্কের রান স্পর্শ করার আগে। দলের পক্ষে ২৮ সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক হায়দার আলী। তিনিও শিকার হয়েছেন রিপনের। ২৭ বলে ২২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

রাজশাহীর পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট নেন রিপন। দুই উইকেট পান তানজিম পান দুই উইকেট। একটি করে উইকেট নেন ফার্নান্দো ও হুসেইন তালাত।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১২৪/৮ (সোহান ৫, সাদাকাত ২৫, সাব্বির ৬, অঙ্কন ২২, হায়দার ৩৩, জাকের ৬, রাজা ১, হাসান ০, সামি ১*; সাকিব ৪-০-৩১-২, ফার্নান্দো ৪-০-২৩-১, রিপন ৪-১-১৩-৪, নাওয়াজ ২-০-১৭-০, তালাত ৩-০-১৮-১, মুরাদ ৩-০-১৮-০)

আরও পড়ুন