ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরীর সামগ্রী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:০০, ২৯ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরীর সামগ্রী উদ্ধার

ছবি :সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাণ পাউডার ও ককটেল তৈরীর সামগ্রী উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (২৮ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার জিলানী মোড় বাঁধ এলাকা থেকে এসব উদ্ধার করে র‌্যাব-৫। সোমবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে এমন তথ্য জানায় র‌্যাব।

উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে ২ কেজি ১ শত ৫০ গ্রাম গাণ পাউডার এবং ককটেল তৈরীর সরঞ্জাম কাঁচের গুড়া, ভাঙ্গা বেøড, ৩টি লাল রংয়ের কসটেপ ও ১৩টি জর্দার কৌটা রয়েছে।

র‌্যাব জানায়, শিবগঞ্জের জিলানী মোড় বাঁধের উপর দূর্বৃত্ত কর্তৃক পরীক্ষামূলকভাবে ককটেল বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় বাঁধ এলাকা ও এর আশপাশে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৯ নং দূর্লভপুর ইউপির ৯ নং ওয়ার্ডের জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিণ পাশের আম বাগান থেকে ৩টি সাদা রংয়ের পলিথিন ব্যাগের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের গাণ পাউডার সদৃশ্য গুড়া পদার্থ এবং ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর ককটেল তৈরীর সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তীতে আরো জানানো হয়, জব্দকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। 
 

আরও পড়ুন