ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:৪৮, ৩০ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে।
ডিএমপি কমিশনার আজ (মঙ্গলবার) সন্ধ্যায় শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণউপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এর আগে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
দেশনেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা অটুট রাখার জন্য সবাইকে শৃঙ্খলা রক্ষা এবং জানাজা দাফন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব এ কথা বলেন। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা।