ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

হাদি হত্যা: বিচারের দাবিতে শাহবাগ অবরোধ চলছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০৭, ২৯ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যা: বিচারের দাবিতে শাহবাগ অবরোধ চলছে

ছবি :সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে আবারও শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। 
 
ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত সময় অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

দুপুর থেকেই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তীব্র শীত ও কনকনে বাতাস উপেক্ষা করে তারা অবরোধ চালিয়ে যান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ওসমান এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়; সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত হন লাখ লাখ ছাত্রজনতা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।

আরও পড়ুন