চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৬, ৩০ ডিসেম্বর ২০২৫
সংগৃৃহীত
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে সদর ও শিবগঞ্জ আসনে মনোনয়ন পত্র উত্তোলনকারীরা ২৯ ডিসেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মনোনয়ন পত্র জমা দিলেও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত ৪ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মনোনয়ন জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি তারা। ফলে ওই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম রয়ে গেলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৫ জন। এই আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দেননি বিএনপির মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও বিএনপি নেতা সাহাফুজ আলম অপু। এছাড়াও মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল।
বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বলেন, দলীয় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা থেকেই মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছিল। কিন্তু দলীয় সিদ্ধান্ত যেহেতু পরিবর্তন হয়নি এবং সাবেক এমপি আমিনুল এই আসনে বিএনপির পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাই মনোনয়নপত্র জমা দেয়া হয়নি।
তবে এই আসনে বাংলঅদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুহা. খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মো. সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম খলিল নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গ:ত, সাবেক এমপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে সংসদে যাওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বঞ্চিত প্রার্থীরা একাট্টা হয়ে অন্তত ১২ বার মশাল মিছিল, মতবিনিময় ও আলোচনা সভা, রেলপথ অবরোধ করেন।
উল্লেখ্য, জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসন। এই তিন উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬১ হাজার জন। এর মধ্যে নারী ভোটার ২ লক্ষ ৩২ হাজার ১৭৪ জন এবং পুরুষ ভোটার ২ লক্ষ ২৮ হাজার ৮২৫ জন। এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। এই আসনে ১৮৪টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোট কক্ষের সংখ্যা ৮৬১টি। যার মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৮২৪টি ও অস্থায়ী ৩৭টি।