প্রেস ডেস্ক
প্রকাশ: ২১:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৫
.
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’।
‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, বেগম খালেদা জিয়া দেশের দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়ে সহানুভূতিশীল ছিলেন। এছাড়াও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের তফসিলি সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। যা দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্য ও বঞ্চনা লাঘবের পথকে প্রশস্ত করেছিল। বিডিইআরএম বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ঐতিহাসিক অবদানকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
আমরা ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’ এর পক্ষে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করছি।