ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

 সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাপা’র

প্রেস ডেস্ক

প্রকাশ: ২২:০৮, ৩০ ডিসেম্বর ২০২৫

 সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাপা’র

.

আজ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক। দেশ ও জাতির কল্যাণের জন্য তিনি সর্বদায় নিজেকে উৎসর্গ করেছেন। বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বেশ কিছু ইতিবাচক আইন পাশ হয়েছিল যার মধ্যে উল্লেযোগ্য জলাধার সংরক্ষণ আইন, ২০০০, প্লাস্টিক পলিথিন নিষিদ্ধ আইন ২০০২ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ফোর স্ট্রোক ইঞ্জিনকে আমলে নিয়ে এর প্রয়োগ ও নীতিগত সম্প্রসারণ হয়েছিল।
দেশ ও পরিবেশের জন্য তাঁর অসামান্য অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। 
 আমরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
 

আরও পড়ুন