শাহরিয়ার মিল্টন , শেরপুর
প্রকাশ: ২২:৪৮, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর রাতে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করিম জুয়েল।
সংগঠনের সভাপতি মো. রাহাতুল ইসলাম আলোর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, কবি হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সদস্য কবি আইনুন নাঈমা।
বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ ও বিশেষ অবদান রাখায় শেরপুরের আটজন গুণীজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
সম্মাননা স্মারকপ্রাপ্ত গুণীজনরা হলেন শিল্প ও সাহিত্যে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, সাংবাদিকতায় কাকন রেজা, পরিবেশ সাংবাদিকতা ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে মো. মুগনিউর রহমান মনি, চিকিৎসা সেবায় ডা. মো. আসাদুজ্জামান, ইসলামী সাহিত্যে মহিউদ্দিন বিন জুবায়েদ, বাউল সংগীতে বয়াতি তারা মিয়া, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রসারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস্’, এবং সমাজ সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ বলেন, কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকরা তাঁদের লেখনির মাধ্যমে দেশ, সমাজ ও রাষ্ট্রের দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই দেশ তাঁদের কাছ থেকে দেশের প্রতিটি ক্ষেত্রে কল্যাণমূলুক ভূমিকাই প্রত্যাশা করেন। তিনি এ ধরণের সুন্দর আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুস্থ সাহিত্য ও সাংস্কৃৃতিক চর্চার মাধ্যমেই নিজেদেরকে সাংস্কৃতিমান মানুষ হিসেবে গড়ে তুলে সমাজের সকল অপসংস্কৃতিকে দূর করতে হবে।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে কবিদের স্বরচিত ছড়া পাঠের আসর বসে প্রেস ক্লাব মিলনায়তনে। এতে শেরপুর ও জামালপুরের নবীণ ও প্রবীণ কবিদের মেলা বসে।