ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

১৩ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অন্তর্ভুক্তির আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:১৬, ২৭ নভেম্বর ২০২৫

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অন্তর্ভুক্তির আহ্বান

সংগৃৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকারকে রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবিতে সিলেটে একটি বিভাগীয় পরামর্শ সভার আয়োজন করেছে ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুইটি অ্যান্ড জাস্টিস’।

বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশ লিঙ্গসমতা ও শিশু অধিকার নিশ্চিতকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও রাজনৈতিক অংশগ্রহণ, সুরক্ষা এবং মৌলিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে এখনো নানা ঘাটতি রয়ে গেছে। এসব বিষয় নির্বাচনকালীন ইশতেহারে অগ্রাধিকার পেলে তা শুধু সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে না—টেকসই জাতীয় উন্নয়ন ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন এবং ওয়াটারএইডসহ জাতীয় ও আন্তর্জাতিক নাগরিক সমাজ সংগঠনের একটি জোট এ উদ্যোগ পরিচালনা করছে। নীতি সংলাপ, প্রমাণভিত্তিক নীতি-বিবৃতি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ইশতেহার প্রণয়ন ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরিমাপযোগ্য অঙ্গীকার আদায় এবং নির্বাচনোত্তর জবাবদিহিতা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
 
এফআইভিডিবির সহযোগিতায় আয়োজিত এই পরামর্শ সভায় সিলেট অঞ্চলের বিভিন্ন এনজিও প্রতিনিধি, শ্রমিক সংগঠন, যুবকর্মী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জলবায়ু, ওয়াশ, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে পরবর্তী নির্বাচনী ইশতেহারের জন্য সুপারিশ তুলে ধরেন। বক্তারা সমতা, সুশাসন, নীতি ও আইন সংস্কার এবং বিশেষ করে নারী ও শিশু—অধিকতরভাবে কন্যাশিশুর—বিষয়ে জোর দেওয়ার গুরুত্ব উল্লেখ করেন।
 
নারী ও শিশু অধিকারকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে জোটটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সকল নাগরিকের জন্য অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে চায়।

আরও পড়ুন