নিজস্ব প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:২৫, ২৭ নভেম্বর ২০২৫
সংগৃৃহীত
ফেনীর দাগনভুঞাতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রচারণায় গাড়ি বহরে হামলা ও বালুবোঝাই ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়াসহ দুই গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ধানের শীষের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রথম নির্বাচনী প্রচারণায় ফেনী আসেন। সন্ধ্যায় দাগনভূঞা বাজারে আসার একটু আগে বালুর ট্রাক দিয়ে পথ বন্ধ করে দেয় দাগনভূঞা বিএনপি ও ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামশেদ আলম ফটিকের অনুসারীরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিএনপির তিন বহিষ্কৃত নেতা শফিকুর রহমান রতন, আবুল হাশেম বাহাদুর ও জামশেদুর রহমান ফটিকের কারামুক্তি উপলক্ষে জিরো পয়েন্টে এক সংবর্ধনার আয়োজন করে। এ সময় তারা বালুর ট্রাক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। একই সড়ক দিয়ে আবদুল আউয়াল মিন্টুর ধানের শীষের পক্ষে প্রচারণার গাড়ি যাওয়ার চেষ্টা করলে নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়াসহ পাঁচজন ও ফটিক গ্রুপের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও সেনাবাহিনী এসে যান চলাচল স্বাভাবিক করে।
দাগনভুঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ফেনী সফরে যে সমস্ত জেলার নেতা উপস্থিত হয়নি, তারাই বিএনপির একটি বহিষ্কৃত গ্রুপকে ইন্দন দিয়ে ধানের শীষের প্রচারণায় বাঁধার চেষ্টা করেছে।
এ ব্যাপারে আব্দুল আউয়াল মিন্টু বলেন, চলাচলের রাস্তার উপর একটি অনুষ্ঠান করে জনগণের চলাচলকে যারা বাধা সৃষ্টি করছে, তারা জনগণের বন্ধু হতে পারে না। পদ পদবীর আশায় যদি এ আন্দোলন করে থাকে, তাহলে তারা এভাবে পদ-পদবি পাবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তদন্ত-পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামশেদুর রহমান ফটিক বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে মিন্টু সাহেবের গাড়িবহর থেকে মামুন নামে একজন কর্মী লাঠি নিয়ে এসে নেতাকর্মীদের হামলা করে। এতে আমাদের পাঁচ কর্মী আহত হয়। দাগনভুঞা উপজেলায় বিএনপির পকেট কমিটি করায় নেতাকর্মীদের ভিতরে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। জিরো পয়েন্ট এলাকায় কিছু ট্রাক দাঁড়িয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো সরিয়ে নিই এবং যান চলাচল স্বাভাবিক করি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, প্রচারণার সময় বিকেল ৩টায় তিনি সিলোনিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এরপর বেকেরবাজার ও দাগনভুঁইয়ায় পৃথক পথসভায় বক্তব্য দিয়েছেন ।