আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৩, ২৭ নভেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আর কোন ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের ছাড় দেয়া হবেনা। সেটি হোক খাগড়াছড়ি বা ঢাকায়। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পাহাড় থেকেই তৈরী হবে আগামীর নেতৃত্ব। পাহাড়ে চাঁদাবাজি,নৈরাজ্যকারী এবং ফ্যাসিস্ট তৈরি থেকে প্রতিজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিটি মানুষকে আবু সাইদ হয়ে উঠতে হবে। কোন ফ্যাসিস্টের ঠাঁই বাংলার মাটিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রতিটি অন্যায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এতে তিনি হুশিয়ারি জানিযে আরো বলেন, যে কোন অন্যায়ে চুপ করে না থেকে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে তিনি মাদ্রাসায় অধ্যায়নরত সময়ের বিভিন্ন স্মৃতি চারণ করে বায়তুশ শরফ মাদ্রাসা থেকে এদেশের নেতৃত্ব গড়ে উঠবে। এই মাদ্রাসা নিয়ে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র হয়েছিলো বলে উল্লেখ করে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে আরো দায়িত্বশীল হয়ে উঠার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অমর একুশে হল সংসদ এর সহ সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব,বিজয় একাত্তর হল সংসদ এর ভিপি হাসান আল বান্না,খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান,জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন এতে অংশ নেন।
অনুষ্ঠানে মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা,ক্রেস্ট তুলে দেন স্থানীয়রা। এ সময় মোটরসাইল বহরে চট্টগ্রাম হয়ে মানিকছড়ি,জালিয়াপাড়া,গুইমারা,মাটিরাঙ্গায় পথসভা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম।