আলমগীর মানিক,রাঙামাটি
প্রকাশ: ১৯:৫৯, ২৬ নভেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে সিএনজি অটোরিকশা ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশা ও রাঙামাটিমুখী একটি কাভারভ্যান চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ lose করে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক হাসান মিয়া (২২) নিহত হন। তিনি ভোলার লালমোহন উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী গিয়াস উদ্দিন (৩৯) ও আবদুল কাদেরসহ কাভারভ্যানের চালক শিবু বড়ুয়া (৩৫)। শিবু বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায়।
আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসান মিয়ার মরদেহ বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয় এবং পরে পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।
দুর্ঘটনা সংশ্লিষ্ট মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।