ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

১১ অগ্রাহায়ণ ১৪৩২, ০৫ জমাদিউস সানি ১৪৪৭

ক্ষতিগ্রস্তদের এককালীন মানবিক সহায়তা প্রদান

পাহাড়ে শান্তি বজায় রাখতে সম্প্রীতির বিকল্প নেই 

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪০, ২৫ নভেম্বর ২০২৫

পাহাড়ে শান্তি বজায় রাখতে সম্প্রীতির বিকল্প নেই 

ছবি -বাংলার চোখ

খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে এককালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে পরিষদ হলরুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য পরিষদের আয়োজনে এতে ৩৮ জনকে ১২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেয়া হয় এতে। 

এতে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে সম্প্রীতির বিকল্প নেই। তাই পাহাড়ে বসবাসরতদের শান্তির প্রতিষ্ঠায় কোন সহিংসতা নয়, বরং পাহাড়ে নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে পারলেই শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেন বক্তারা। 

এতে বক্তারা আরো বলেন, অপ্রীতিকর কোন ঘটনা পাহাড়ের জন্য শান্তি বয়ে আনেনা। বরং বসবাসরতদের মধ্যে শান্তির বদলে শান্তির বিষবাষ্প ছড়িয়ে পড়ে। এতে বসবারতরাই ক্ষতির মুখে পড়তে হয়। তাই শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দরা। 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: নোমান হোসেন। উপস্থিত বক্তব্য রাখেন,ত্রান বিতরণ কমিটির আহ্বায়ক নিটোল মণি চাকমা,পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ,মাহবুব আলম,জয়া ত্রিপুরা,বঙ্গমিত্র চাকমা,শহিদুল ইসলাম সুমন প্রমুখ। 

আরও পড়ুন