ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

১১ অগ্রাহায়ণ ১৪৩২, ০৫ জমাদিউস সানি ১৪৪৭

নিয়ােগ বৈষম্যের প্রতিবাদে

রাঙামাটি জেলা পরিষদে ২য় দিনের শাটডাউন চলছে

আলমগীর মানিক,রাঙামাটি

প্রকাশ: ১৭:২৫, ২৫ নভেম্বর ২০২৫

রাঙামাটি জেলা পরিষদে ২য় দিনের শাটডাউন চলছে

ছবি -বাংলার চোখ

কোটা বৈষম্য, নিয়োগ জালিয়াতি ও প্রশ্ন জালিয়াতির প্রতিবাদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটি এই কর্মসূচি পালন করছে। এই শাটডাউনের কারণে জেলা পরিষদের মূল ফটক বন্ধ রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য, নিয়োগ বাণিজ্যের অভিযোগ এবং প্রশ্ন ও ফলাফল জালিয়াতির প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে আন্দোলনকারীরা জেলা পরিষদের মূল ফটকে ব্যানার টাঙিয়ে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক পাহারায় রয়েছে। নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা এবং ৭% কোটা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। এই আন্দোলনের মুখে রাঙামাটি জেলা পরিষদ চতুর্থবারের মতো নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

আন্দোলনকারিদের দাবি; তাদের দেওয়া ৬ দফা দাবি মেনেই চলতি নভেম্বর মাসের মধ্যেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কতৃপক্ষ তাদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে। অন্যথায় তারা অবরোধ হরতাল কর্মসূচীর দিকে আন্দোলন নিয়ে যাবে বলেও জানিয়েছে। এখনো পযন্ত সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পায়নি বলেও জানিয়েছে আন্দোলনকারিরা।

এদিকে দ্বিতীয় দিনের মতো রাঙামাটি জেলা পরিষদে শাটডাউন কর্মসূচীতে পরিষদের কাযক্রম অনেকটা অচল হয়ে পড়ার পাশাপাশি শহরজুড়ে নাগরিকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।

অপরদিকে, রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে বিবদমান দু'টি পক্ষ থেকে স্মারকলিপির মাধ্যমে দাবি দাওয়া জানিয়েছে। সেসকল মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পাওয়া সাপেক্ষে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাঙামাটি জেলা পরিষদ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন