আলমগীর মানিক,রাঙামাটি
প্রকাশ: ১৪:৫৮, ২৪ নভেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা পদ্ধতি বাতিল ও নিয়োগে বৈষম্য দূরীকরণসহ চলতি নভেম্বরেই নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবিতে রাঙামাটিতে শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। সোমবার সকাল থেকেই সংগঠনের নেতাকর্মী ও নিয়োগপ্রত্যাশীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূল ফটকে অবস্থান নিয়ে প্রবেশপথ বন্ধ করে দিলে প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সাক্ষাৎ, গণস্বাক্ষর ও হরতাল কর্মসূচি পালন করা হলেও জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি। তাদের দাবি, “অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ঢাকতেই” বারবার পরীক্ষা স্থগিত করা হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, বারবার অনুরোধ, আবেদন, কর্মসূচি কিছুই কাজে আসছে না। যেন কোনো অদৃশ্য শক্তির ইশারায় জেলা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। আমরা পরীক্ষার তারিখ জানতে চাইলে এখন পর্যন্ত কোনো আশ্বাসও দেয়নি।”
কোটা বিরোধী ঐক্যজোট জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেশের অন্যান্য জেলায় পরিকল্পনামাফিক এগোলেও রাঙামাটিতে তা অকারণে আটকে রাখা হয়েছে, যা শত শত পরীক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলছে।
নেতৃবৃন্দ বলেন, “অবিলম্বে আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নসহ দ্রুততম সময়ে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”
এদিকে, শাটডাউন কর্মসূচির কারণে জেলা পরিষদে নথিপত্র গ্রহণ, বিভিন্ন দপ্তরে সেবা প্রদানসহ দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।