ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১২ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

টাঙ্গাইলের এসপি হয়ে আসছেন মুহম্মদ শামসুল আলম সরকার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২:৪১, ২৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের এসপি হয়ে আসছেন মুহম্মদ শামসুল আলম সরকার

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার (এসপি) হয়ে আসছেন মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি/পদায়ন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সোমবার (২৪ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে বদলী/পদায়ন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) কে বদলী/পদায়ন করা হয় । একই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের বর্তমান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে।

টাঙ্গাইলের বদলী/পদায়নপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার ২৫ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৩১ আগষ্ট মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন