ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১২ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

ঝালকাঠি-১ আসনে ড.ফয়জুল হককে জামায়েত ইসলামীর প্রার্থী ঘোষণা 

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশ: ০১:৫০, ২৭ নভেম্বর ২০২৫

ঝালকাঠি-১ আসনে ড.ফয়জুল হককে জামায়েত ইসলামীর প্রার্থী ঘোষণা 

ছবি -বাংলার চোখ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জামায়াতে ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন  ড. ফয়জুল হক।

বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে তার প্রার্থীতা ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এসময় জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার,  রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন। 

জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, ড. ফয়জুল হক ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। জামায়াতের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি জনপ্রিয় এবং সৎ ও দক্ষ মানুষ। সবদিক বিবেচনা করে ড. ফয়জুল হককে মনোনয়ন দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তবে ৮ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ের কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে।

এ বিষয়য়ে ড.ফয়জুল হক বলেন,দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত।আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার নেতৃত্বে জামায়াত ইসলামের নেতৃত্বে ডা.শফিকুর রহমান প্রধান মন্ত্রী হবেন। এদেশে জামায়াত ইসলামের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সংগঠনের নেতৃত্বে সবাই মিলে সরকার গঠিত হবে।সেই সরকারের পার্ট হতে পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।ঝালকাঠি-১ আসনের জনগণ বসে আছেন সত্যের পক্ষে, দেশপ্রেমিক জনতার পক্ষে রায় দেওয়ার জন্য। এ অঞ্চলের সকল দল মতের মানুষরা সিদ্ধান্ত নিয়েছেন এবারের ভোট দাঁড়িপাল্লায় হবে।

আমি কৃতজ্ঞতা জানাই জামায়াত ইসলামের আমীর ডা.শফিকুর রহমান সাহেবকে যিনি আমাকে কঠিন সময়ে মানসিক শক্ত অর্জনে সর্বদা সাহস দিয়েছেন। ফ্যাসিবাদ পতনের পর তিনি তার দল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।

পাশাপাশি ইসলামি আন্দোলনের আমীর চরমোনাই পীর সাহেব, ছারছিনা, কায়েদ সাহেব হুজুর নেছারাবাদ সহ সকল পীর মাসায়েক, আলেম-ওলামা,কবি সাহিত্যিক, সাংবাদিক, কৃষক, শ্রমিক জনতা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।আমার বিশ্বাস সবাই মিলে বিপ্লব ঘটাবে যেটা বিগত দিনের সকল রেকর্ড ভেঙে যাবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন