ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১২ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

হোমনায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা

প্রকাশ: ২৩:২৭, ২৬ নভেম্বর ২০২৫

হোমনায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি -বাংলার চোখ

কুমিল্লার হোমনায় প্রাণিসম্পদ উন্নয়নকে এগিয়ে নিতে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি ও খামারী গোলাম মাওলা প্রমুখ।
প্রদর্শনীতে পোষা প্রাণি, পাখি ও গবাদিপশুর মোট ২৪টি স্টল অংশ নেয়। এর মধ্যে গরু, ছাগল, দোম্বা, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর, কুকুর, বেড়াল ও পশু খাদ্যের স্টল ছিল উল্লেখযোগ্য। 
মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জন স্টল মালিককে পুরস্কৃত করা হয়। স্থানীয় খামার উন্নয়ন, আধুনিক পশুপালন ও প্রাণিসম্পদ বিষয়ে সচেতনতা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন