ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১২ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

বগুড়ায় দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

নিজস্ব প্র্রতিনিধি

প্রকাশ: ১৭:০০, ২৫ নভেম্বর ২০২৫

বগুড়ায় দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

সংগৃৃহীত

বগুড়ার শাজাহানপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক মা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, ওই গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। এ ঘটনায় নিহতের স্বামী শাহাদাতকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশু সন্তানের গলা কাটা লাশ ও মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘ঘর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশুর গলাকাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো। এদের প্রত্যেকের লাশ খাটের উপর ছিলো। তবে তাদের মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ‘তবে আমরা জানতে পেরেছি, নিহতের স্বামী ঘরের ভেতরের তাদের লাশ দেখার পর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন