ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

৬ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৫৭, ২০ ডিসেম্বর ২০২৫

অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাস সংক্রমণে অসুস্থ হয়ে পড়েন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপাতত তিনি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির।

সর্বশেষ শুক্রবার রাতে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন