ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

৩ মাঘ ১৪৩২, ২৮ রজব ১৪৪৭

দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

প্র্রতিনিধি

প্রকাশ: ২৩:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

নজরুল ইসলাম। ফাইল ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনি কার্যালয় উদ্বোধন করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের একটি নির্বাচনি অফিস উদ্বোধনের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠান চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা নজরুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন মারা গেছেন। খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিএনপিরপ্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কর্মী রুমান বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থিত কর্মী নজরুল ইসলামকে নির্বাচনি অফিস উদ্বোধনকালে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন