ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

৩ মাঘ ১৪৩২, ২৮ রজব ১৪৪৭

সিলেটকে হারিয়ে রাজশাহী সেরা দুই এ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:৫৩, ১৬ জানুয়ারি ২০২৬

সিলেটকে হারিয়ে রাজশাহী সেরা দুই এ 

ফাইল ছবি

মঈন আলীকেই দায়িত্ব নিতে হত। সিলেট টাইটান্সের ষষ্ঠ ব্যাটার হিসেবে ইথান ব্রুকস আউট হয়ে যাওয়ার পর তিনি ছাড়া ২৩ বলে ৩৭ রানের সমীকরণ মেলানোর মতো আর কেউ ছিলেন না। ব্রুকস আউট হওয়ার ওই ওভারে শহিদুল একটি চার মারেন। পরের ওভারে মাত্র ৫ রান উঠায় ১২ বলে সমীকরণ দাঁড়ায় ২৫ রানের। মঈন রিপন মণ্ডলের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে রান তাড়ার কাজটা সহজ বানিয়ে ফেললেও পরের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

মঈন ১২ বলে ৩ ছয় ও এক চারে ২৭ রান করে আউট হওয়ার পর শেষ ৯ বলে সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩। ক্রিজে ও ব্যাট করার অপেক্ষায় ছিলেন শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, রুয়েল মিয়া ও সালমান ইরশাদ। ৩ উইকেট হাতে নিয়ে সিলেট ১৪৮ রানের সেই লক্ষ্যে আর পৌঁছাতে পারেনি। ১৯তম ওভারের শেষ বলে আউট হন নাসুম আহমেদ। দুটি ওয়াইড সত্ত্বেও বিনুরা ফার্নান্দোর করা শেষ ওভারে ৫ রান উঠায় হারতে হয় ৫ রানে। শেষ বলে রুয়েল বোল্ড হন।

সিলেটের হয়ে মঈন বাদে বলার মতো ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। মুমিনুল হক ৩১ করলেও সেটা এসেছে ৩৬ বলে। আফিফ হোসেন ১৫ বলে করেন ১৬, শহিদুল ১২ বলে ১১। রাজশাহীর হয়ে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন রিপন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

রাজশাহী প্লেঅফ নিশ্চিত করেছে আরও আগে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। নিশ্চিত হয়েছে সেরা দুইও, অর্থাৎ কোয়ালিফায়ার ১ খেলবে তারা। রাজশাহীর ম্যাচ বাকি একটি, দুই ম্যাচ বাকি থাকা চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট ১২। তিনে থাকা সিলেটের সব কটি ম্যাচ শেষে পয়েন্ট ১০। রাজশাহীর পাশাপাশি এই দুদলের প্লেঅফও নিশ্চিত হয়েছে। বাকি একটি স্পটের জন্য লড়াই রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে। যদিও রংপুর এগিয়ে আছে যোজন যোজন।

রাজশাহী ১৪৭ রান করেছিল মুশফিকুর রহিমের ৪০, নাজমুল হোসেন শান্তর ৩৪ ও আবদুল গাফ্‌ফার সাকলাইনের ১৬ রানে ভর করে।

আরও পড়ুন