ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

বিসিবি পরিচালক নাজমুলকে এবার শোকজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:০৯, ১৫ জানুয়ারি ২০২৬

বিসিবি পরিচালক নাজমুলকে এবার শোকজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে শুরু; এরপর ক্রিকেটারদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য করে মাঠ গরম করে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম। এসব মন্তব্যের কারণে এরই মধ্যে তার পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অন্যথায়, বিপিএলসহ সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে সংগঠনটি। 


এ অবস্থায় নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি সম্প্রতি বোর্ডের একজন সদস্যের করা আপত্তিকর মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করছে। বিসিবি এই মন্তব্যের ফলে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে অবগত এবং ক্রিকেটের পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা এবং ক্রিকেটীয় মূল্যবোধ বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

এতে আরও বলা হয়েছে, বিসিবি তার নির্ধারিত নিয়ম-নীতি, প্রবিধান এবং পেশাদার নির্দেশিকা অনুযায়ী কঠোরভাবে এই ধরনের বিষয় মোকাবিলা করতে দায়বদ্ধ। এই দায়িত্বের অংশ হিসেবে বোর্ড ইতিমধ্যে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিস (শোকজ) ইস্যু করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিবিসি।

বিপিএল প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্ট- ২০২৬ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৈশ্বিকভাবে স্বীকৃত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে বিপিএল বাংলাদেশের ক্রিকেট এবং দেশ-বিদেশের ভক্তদের কাছে একটি বিশেষ স্থান করে আছে।

বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে খেলোয়াড়রাই বিপিএল এবং বোর্ডের অধীনে পরিচালিত সকল ক্রিকেটীয় কর্মকাণ্ডের মূল অংশীজন এবং প্রাণশক্তি। বোর্ড আন্তরিকভাবে আশা করে যে ক্রিকেটাররা তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএল’র সফল সমাপ্তি এবং টুর্নামেন্টের নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা নিশ্চিত করতে সহায়তা করবেন।
 

আরও পড়ুন