ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:৩৯, ১৩ জানুয়ারি ২০২৬

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

.

আইসিসির অনুরোধ সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কারণে দেশটিতে দল না পাঠানোর সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ফের জানিয়ে দিয়েছে বোর্ড।

বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে আবারও আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।  দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্স শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। তবে নিরাপত্তার প্রশ্নে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং অফিসিয়ালদের সামগ্রিক নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব পুনরায় পেশ করা হয়েছে।

সংকট নিরসনে আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে সম্মত হয়েছে। আগামী দিনগুলোতে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন