ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:০৯, ১৫ জানুয়ারি ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

ছবি :সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।   বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান।

এসময় তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা দিনা ইউনূস। দেড় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে একসঙ্গে ডিনারে অংশ নেন তারা। রাত ৯টার পর পরিবার নিয়ে যমুনা ত্যাগ করেন তারেক রহমান।

লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে যমুনায় যান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন। এ সময় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এর আগে গত বছরের ১৩ই জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। এরপর লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এরপর ৩১শে ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।

  

আরও পড়ুন