ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:৩৩, ১৪ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম থেকে ফিরে আসা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। বুধবার রাতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর জন্য গুলশান কার্যালয়ে যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী। শোক বইতে স্বাক্ষর শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ করেন তিনি। পরে তারেক রহমানের হাতে তার প্রকাশিত বই তুলে দেন।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী প্রয়াত জামায়াতের আমীর মাওলানা গোলাম আজমের পুত্র। স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ ৮ বছর তাকে গুম করে ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ফিরেন আসেন।