ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

নির্বাচন ঘিরে সিইসিকে যে শঙ্কার কথা জানাল জামায়াত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৪৩, ১৫ জানুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে সিইসিকে যে শঙ্কার কথা জানাল জামায়াত

 এ এইচ এম হামিদুর রহমান আজাদ। ফাইল ছবি

দ্বৈতনীতি থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আজাদ বলেন, আমরা সবাই চাই বাংলাদেশে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন কমিশনকে সমতা বিধান নিশ্চিত করতে হবে। দ্বৈতনীতি অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না।
 
এ সময় মধ্যপ্রাচ্যে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, পোস্টাল ব্যালেট নিয়ে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাহারাইনে আমাদের দলের কোনো কমিটিই নেই। আর পোস্টাল ব্যালেটের প্রতীক নির্বাচন কমিশন তাদের পদ্ধতি অনুযায়ী সাজিয়েছে।
 
নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, বেশকিছু এলাকায় বিশেষ দলের প্রার্থী অবাধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা অভিযোগ দায়ের করেছি। কোনো অ্যাকশন নেই। উল্টো যারা আচরণবিধি লঙ্ঘণ করছেন না, তাদের হয়রানি করা হচ্ছে।
 
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, নিরাপত্তা সবাইকে দেন। কাউকে দিবেন কাউকে দিবেন না, এটা হতে পারে না। নির্বাচনে সিসি ক্যামেরা দেয়ার প্রস্তাব দিয়েছিলাম আমরা।  
 
এ সময় মিথ্যা আশ্বাস দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ১০ টাকায় চাল দেবেন, অতীতে অনেকে এমন কথা দিয়েছিলেন। কিন্তু তা পাওয়া যায়নি। একই স্টাইলে ফ্যামিলি কার্ডের আশ্বাস দেয়া হচ্ছে, এটা বন্ধ করুন।
 
জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং দলটির সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
 

আরও পড়ুন