ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা 

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:৩২, ৬ ডিসেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা 

ফাইল ছবি

গত ২৩শে নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার। গতকাল রাতে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে এ নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ড বৈঠক করেন। সেখানে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আলোচনা ওঠে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখনো ক্রিটিক্যাল। ঝুঁকিমুক্ত নন। উন্নতি হয়েছে বলা যাবে না। সিসিইউতেই আছেন। মেডিকেল বোর্ড বৈঠক করে শুক্রবার রাতে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্রটি আরও জানায়, খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। চূড়ান্ত সিদ্ধান্তের পর শনিবার এয়ার এম্বুলেন্স  পৌঁছাতে পারে ঢাকায়। এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা হলেও খালেদা জিয়াকে ১৩ ঘণ্টা বিমানে রেখে লন্ডনে নেয়া সম্ভব হবে কি না- তা পুরোপুরি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। সূত্রটি জানিয়েছে, সবচেয়ে ভালো লক্ষণ হলো- খালেদা জিয়ার চেস্ট (বুক) পরিষ্কার হচ্ছে, এটা সবচেয়ে ভালো লক্ষণ। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় যেখানে কফ জমে ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়েই রয়ে গেছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। চিকিৎসায় এই সমস্যাগুলোর একটির সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে। যা কয়েক দিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে। তবে চিকিৎসকরা এখনো এই অর্থে আশাবাদী যে, তারা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। আর ওষুধও কাজ করছে।

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় এসেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শয্যাশায়ী শাশুড়িকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ওদিকে লন্ডনে মায়ের অপেক্ষায় আছেন পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারিগরি ত্রুটির কারণে কাতারের আমীরের বিশেষ এয়ার এম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। তবে জার্মানি থেকে বিকল্প এয়ার এম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। সেটি শনিবার বিকাল নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সেই এয়ার এম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য রোববার তাকে লন্ডনে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

গতকাল শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নতুন করে কিছু বলার মতো সিদ্ধান্ত হলে জানানো হবে। তিনি মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন