ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১৮, ৬ ডিসেম্বর ২০২৫
.
সবকিছু ঠিক থাকলে শনিবার দিনের যেকোনো সময় এয়ার এম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শারীরিক অবস্থাসহ চিকিৎসকদের অনুমতি মিললে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হতে পারে। শুক্রবার দিনের প্রথমভাগে কাতারের আমীরের বিশেষ এয়ার এম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা ছিল। তাকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে। কিন্তু এম্বুলেন্সের কারিগরি জটিলতায় সেটি সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থা করার কথা জানায় কাতার সরকার।
বিএনপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, কাতার রাজপরিবারের এয়ার এম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটির কারণে আমীর তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার এম্বুলেন্স পাঠাচ্ছেন। শনিবার বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে। এখন যে এয়ার এম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের এয়ার এম্বুলেন্স। কিন্তু জার্মানি কোম্পানির তৈরি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার এম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ৭ই তারিখ (রোববার) ফ্লাই করবেন।
ওদিকে এয়ার এম্বুলেন্স আজ ঢাকায় আসলে রোববার খালেদা জিয়াকে লন্ডন নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনের জামে মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিলের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা বা মেডিকেল বোর্ড নিশ্চিত করলেই তাকে এয়ার এম্বুলেন্সে করে লন্ডন নিতে হবে। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে, তিনি শনিবার যদি এয়ার এম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এয়ার এম্বুলেন্স দ্রুত আনার চেষ্টা চলছে বলেও জানান বিএনপি মহাসচিব।