ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:০১, ২৪ নভেম্বর ২০২৫
সংগৃৃহীত
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২২ দিনেই বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এসময়ে মোট এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে বেসরকারি খাতের ব্যাংকের মাধ্যমে—মোট ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সময়ভিত্তিক রেমিট্যান্স প্রবাহ:
১৬ থেকে ২২ নভেম্বর: ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর: ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২ থেকে ৮ নভেম্বর: ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার এবং ১ নভেম্বর: ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য।