ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:৩৮, ২৯ নভেম্বর ২০২৫
লোগো
ইসলামী ধারার ৫ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা জানান।
গভর্নর বলেন, 'পাঁচটি ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটি ব্যাংক তৈরি করব। আমরা আশাবাদী, এটা আগামী সপ্তাহে লঞ্চিং হয়ে যাবে।'
তিনি বলেন, 'আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরদের টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদের কিছু একটা করতে হবে। আমরা পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স প্রয়োগ করতে যাচ্ছি।'
অতীতে রাজনৈতিক প্রভাবেই ব্যাংক খাত সংকটে পড়েছিল জানিয়ে ড. মনসুর বলেন, ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত রাখতে হবে। ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অতি দ্রুত অবসায়ন করা হবে।
এসময় দেশে এই মুহূর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি করা যাবে বলে জানান গভর্নর।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি৷ আমরা যত ইচ্ছে আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই।
যদি কেউ আমদানি করতে না পারে; সেটা তার নিজের সমস্যা বলেও জানান ড. মনসুর। তিনি বলেন, আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব।
দেশে ডলার সংকট নেই জানিয়ে তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে। অর্থপাচার হওয়ার কারণে আগে আমদানির চিত্র উল্টো দেখানো হতো। তবে এখন বাড়ছে।
ঋণ খেলাপি নিয়ে গভর্নর বলেন, আমাদের আশা ছিল ২০ শতাংশ হবে ঋণ খেলাপি; তবে এটি অকল্পনীয় ৩৫ শতাংশ। ধাপে ধাপে ব্যংকিং খাতের সকল সমস্যা সমাধান করা হবে। ব্যাংকিং খাতের দুরাবস্থার অন্যতম কারণ বন্ড মার্কেট এবং স্টক মার্কেট ঠিক নেই। আরও বেশি খারাপ অবস্থা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। এসব আস্থাহীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এতে ব্যাংকের উপর চাপ কমে আসবে।