মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে
প্রকাশ: ১৯:৩১, ১৪ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
কুমিল্লার হোমনা উপজেলা সদর ও চৌরাস্তা সংলগ্ন তিনটি ডায়াগসস্টিক সেন্টার ও হাসপাতালকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন আক্তার সুমি।
অভিযানকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক ও নার্স উপস্থিত না রাখার দায়ে মদিনা হসপিটালকে ২০ হাজার টাকা, সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হোমনা জেনারেল হসপিটালকে ১০ হাজার টাক এবং নির্ধারিত রঙের (লাল, হলুদ ও কালো) বর্জ্য বিন যথাযথভাবে না রাখায় ডক্টরস হসপিটালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।