ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১৩ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

সৌদি আরব-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন স্থগিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪২, ২৭ নভেম্বর ২০২৫

সৌদি আরব-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন স্থগিত

প্রতীকী ছবি

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়ায় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে সাতটি দেশে ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 ২৭ নভেম্বর কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভোটারদের একাংশ নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় তাদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব হচ্ছে না। তাই এসব দেশে ডাক ভোট ব্যবস্থার নিবন্ধন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠিকানা সংক্রান্ত সমস্যার সমাধান হলে পরবর্তী করণীয় সম্পর্কে প্রবাসী ভোটারদের শীঘ্রই জানানো হবে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর থেকে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটদান প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ এবং ৭ হাজার ৮৮৭ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (১০,৩৩৫), এরপর দক্ষিণ কোরিয়া (৮,৮৮৯), জাপান (৬,১৫৮), কানাডা (৫,৮৬৫), অস্ট্রেলিয়া (৪,৭৫৫), দক্ষিণ আফ্রিকা (৪,১৮৩) এবং চীন (১,৬৫১)।

শুরুর দিকে প্রবাসীদের অঞ্চলভিত্তিক সময়সূচি নির্ধারণ করে নিবন্ধনের সুযোগ দেওয়া হলেও ২৭ নভেম্বর থেকে এই সীমাবদ্ধতা তুলে নেয় নির্বাচন কমিশন। এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকেই ২৭ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেকোনো সময় প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। ডাক ভোট নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের অবশ্যই নিজ দেশের মোবাইল নম্বর ব্যবহার ও অ্যাপে সঠিক ঠিকানা প্রদান করতে হবে-যাতে ব্যালট পেপার ঠিকভাবে পৌঁছানো যায়।

আরও পড়ুন