ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা: সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:৪৭, ২৯ নভেম্বর ২০২৫

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা: সিইসি

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীন বলেছেন, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, গণভোট নিয়ে প্রচার এখনও ঠিকমতো শুরু করেনি নির্বাচন কমিশন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রমে তিনি বলেন, গণভোটের প্রচার শুরু হলে সবাই জানতে পারবেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মক ভোটিং কার্যক্রমে নারী-পুরুষ মিলে মোট ৫০০ ভোটার ভোট দেন। সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই ছিলৈা এই মক ভোটিংয়ে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দিয়েছেন। শুধু ছিলো না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক।

আরও পড়ুন