ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১৩ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৭, ২৪ নভেম্বর ২০২৫

কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

ফাইল ছবি

৯০ বছর পূর্ণ করার মাত্র দুই সপ্তাহ বাকি ছিল, এর মাঝেই চিরবিদায় নিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে এখনো কোন বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শোকবার্তায় কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে দিশেহারা ভক্তমহল।

এদিন ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রর উদ্দেশে করণ লেখেন, “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধরণ সুদর্শন। এবং পর্দার তার কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। সিনেমার ইতিহাসের পাতায় বরাবর তাঁর উজ্জ্বল উপস্থিতি থাকবে। কিন্তু সর্বপরি, তিনি ছিলেন দারুণ একজন মানুষ।”

সেই পোস্টেই করণ জোহর সংযোজন করেছেন, “আমাদের ইন্ডাস্ট্রির সকলের কাছে ধর্মেন্দ্র ছিলেন ভীষণ প্রিয় একজন মানুষ। সকলের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দিতেন। সকলের মাঝে অপরিসীম ভালোবাসা বিলিয়ে দিতেন। উনার আলিঙ্গন, আশীর্বাদ যে কতটা মিস করব, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এই শূন্যতা কখনও কেউ পূরণ করতে পারবে না। ধর্মজি একজনই। এত দয়ালু মানুষ। আজ স্বর্গ ধন্য হল আপনার উপস্থিতিতে। আপনার সাথে কাজ করতে পেরে আমি আশীর্বাদধন্য। তাই বলতে ইচ্ছে করছে, আভি না যাও ছোড় কে, দিল আভি ভরা নহি…!”

এর আগেও চলতি মাসের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ে। তখন তার মেয়ে এশা দেওল বলেন, ‘মিডিয়া ভুল খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারকে গোপনীয়তা দিন।’

স্ত্রী হেমা মালিনীও এক্সে লিখেছিলেন, ‘যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল সংবাদমাধ্যম কীভাবে এমন একজন মানুষকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? পরিবার ও গোপনীয়তার প্রতি সম্মান দেখান।’

গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ভেন্টিলেটর সাপোর্টে থাকার খবর প্রকাশ পায়। স্ত্রী–সন্তানেরা হাসপাতালের ভেতর–বাইরে অবস্থান করছিলেন। পরে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন