ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

শাহরুখের সিনেমায় গান গাইবেন এড শিরান?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২৯, ২০ জুন ২০২৫

শাহরুখের সিনেমায় গান গাইবেন এড শিরান?

ছবি:সংগৃহীত

শাহরুখ খানের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে এখন দারুণ উত্তেজনা। এই উত্তেজনা এখন শুধু ভারতেই নয়, সারা বিশ্বেও ছড়িয়ে পড়েছে। তার মাঝেই একটি দারুণ খবর দিয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। 

তিনি নাকি শাহরুখের এই ছবির জন্য একটি গান রেকর্ড করেছেন। এর আগে ‘রাওয়ান’ (২০১১) ছবিতে শাহরুখ আমেরিকান হিপ-হপ তারকা একনের সঙ্গে কাজ করেছিলেন। ওই ছবির সুপারহিট গান ‘ছম্মক ছল্লো’ একন গেয়েছিলেন।

শাহরুখের সঙ্গে এডের কাজ করার খবর ছড়ায় একটি ইনস্টাগ্রাম কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে। একজন ভক্ত এডকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কার জন্য হিন্দি গান গাইছেন?

উত্তরে শিরান বলেন, ‘হিন্দি গানটা শাহরুখের একটা বলিউড ছবির জন্য ছিল। এটা অরিজিৎ সিংয়ের সঙ্গে স্যাফায়ার গানটির মতো।’ এডের আসন্ন অ্যালবাম ‘প্লে’-তে ‘স্যাফায়ার’ ট্র্যাকের জন্য অরিজিৎ সিং কিছু পাঞ্জাবি লাইন গেয়েছেন।

এড শিরান যদিও সরাসরি ‘কিং’ ছবির কথা বলেননি, তবুও নেটিজেনরা অনেকেই মনে করছেন এড পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবির কথাই বলছেন। কারণ শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’।

আরও পড়ুন