ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

৩ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ইরানে বিক্ষোভে ২,৫৭১ জন নিহত:দাবি এইচআরএএনএ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৪০, ১৪ জানুয়ারি ২০২৬

ইরানে বিক্ষোভে ২,৫৭১ জন নিহত:দাবি এইচআরএএনএ

ছবি :সংগৃহীত

ইরানে গত দুই সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং এর প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাস্তা নামেন তেহরানের ব্যবসায়ীরা। এরপর তা তেহরানের বাইরে কারাজ, ইসফাহান, শিরাজ, কেরমানশাহসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

 গত দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক দুরাবস্থার জেরে শুরু হওয়া আন্দোলন এখন পুরোপুরিভাবে রুপ নিয়েছে সরকারবিরোধী বিক্ষোভে। আর এই অজুহাতে আগুনে ঘি ঢালার কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
 
ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চলমান অস্থিরতা উস্কে দেয়ার জন্য অভিযুক্ত করেছে এবং সেই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে ব্যাপক হতাহতের তথ্যও সামনে আসছে।
 
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিক্ষোভে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সন্ত্রাসীদের হামলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। যদিও ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। 

বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) দাবি করেছে, বিক্ষোভে কমপক্ষে ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছে। তবে ইরান সরকার হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। শুধু শতাধিক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে। 
 
এদিকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহবান জানিয়ে ট্রাম্প বলেন, হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে। তিনি জানান, বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেন ট্রাম্প। তার ভাষায়, ‘হত্যাকারীদের নামগুলো মনে রাখুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে।’
 
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আইএসের সদস্য মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রধান সামরিক কমান্ডার আবদুল রহিম মুসাভি। দেশটিতে বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই অভিযোগ সামনে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ওপর সহিংস হামলা চালানো। মুসাভি জানিয়েছেন, ইরান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন বরদাস্ত করবে না।
 
ইরানের বিক্ষোভে বিভিন্ন শহরে ভাংচুর-অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিবাদকারীরা। হামলা চালানো হয় নিরাপত্তা বাহিনীর ওপরও। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। এছাড়া সাড়ে তিনশ’ মসজিদ এবং প্রায় দুইশ’ এম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।  
 

সূত্র:খালিজ টাইমস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন