আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৩৭, ১৯ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
প্রায় ৩৩ ঘণ্টা পর পাকিস্তানের করাচির একটি শপিং মলে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপক কর্মীরা। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। পাশাপাশি এখনো অনেক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (১৯ জানুয়ারি) কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখনো নিখোঁজ কমপক্ষে ৭০ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের বেশিরভাগের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, আগুন লাগার পর দ্রুত ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। প্রাথমিক তদন্তে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।
দমকল কর্মীরা জানিয়েছেন, ওই শপিং মলে এক হাজারের বেশি দোকান রয়েছে। কাপড়, ক্রোকারিজ, সুগন্ধি, প্রসাধনী, ইলেকট্রনিক্স এবং খেলনাসহ বিভিন্ন ধরণের জিনিসপত্র বেচাকেনা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা আরও বেড়েছে বলে অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আসাদ রাজা অগ্নিকাণ্ডে ১৪ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া পাঁচজনের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন।
সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারদের গভীর সমবেদনা জানান। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও গভীর দুঃখ প্রকাশ করেন।
সূত্র: জিও নিউজ