ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, বহু বাড়ি ধস!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৪১, ১৯ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, বহু বাড়ি ধস!

প্র্রতীকী ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীরে সোমবার (১৯ জানুয়ারি) ৬ মাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় একজন কর্মকর্তা ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস। 
 
তিনি বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কগুলো পরিষ্কার করতে সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে।

মন্ত্রী আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।
 

সূত্র: রয়টার্স

আরও পড়ুন