ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ,থাকছে না আমেরিকাও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:৫৮, ১৯ জানুয়ারি ২০২৬

কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ,থাকছে না আমেরিকাও

ছবি :সংগৃহীত

ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই তথ্য নিশ্চিত করেছে। গত বছরও বাংলাদেশ কলকাতা বইমেলায় অংশ নিতে পারেনি।  বাংলাদেশ ছাড়াও এবার বইমেলায় অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিধ্বস্থ ইউক্রেন এবারই প্রথম কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ না থাকা প্রসঙ্গে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, মার্কিন কনসুলেটের কর্তারা চিঠিতে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন অর্থ বরাদ্দ না করায় এবার যুক্তরাষ্ট্র বইমেলায় অংশগ্রহণ করতে পারছে না। অথচ প্রতি বছর যুক্তরাষ্ট্রের বড় আকারের স্টল ছিল সকলের আকর্ষণ।২০১১ সালে  থিম রাষ্ট্রও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 

এদিকে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে গিল্ডের এক কর্তা জানিয়েছেন,  তারা বাংলাদেশের উপদূতাবাসের কাছে চিঠি পাঠিয়ে আবেদন করতে বলেছিলেন। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। 

১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক এ বইমেলায় টানা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। প্রতিবছর একটি দিন বাংলাদেশ দিবস হিসেবে উদযাপিত হতো।  কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন ছিল অন্যতম আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার মানুষ লাইন দিয়ে প্যাভিলিয়নে প্রবেশ করতেন। বাংলাদেশের সাহিত্যের আকর্ষণেই সেখানে ভিড় করতেন কলকাতার বইপ্রেমী মানুষ। এর আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে তিনবার ফোকাল কান্ট্রি হিসেবে সম্মান জানানো হয়েছে। এ বছর মেলার ফোকাল কান্ট্রি আর্জেন্টিনা।

এ বছর ৪৯ বছরে পা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আগামী ২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের প্রাঙ্গণে বইমেলা শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট লেখক গুস্তাভো কুনসোব্রে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন সাহিত্যজগতের বিশিষ্ট ব্যক্তিরা।

উৎস:মানবজমিন

আরও পড়ুন