আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:০৯, ২৪ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
আফগানিস্তানে তিন দিনে তুষারপাত ও ভারি বৃষ্টিপাতের কারণে ৬১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) আজ শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
এএনডিএমএ জানায়, গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এসব প্রাণহানি ঘটে।
এএনডিএমএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও জানায়, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য হলো ১১০ জন আহত এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এএনডিএমএর একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেছেন, মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারে ঢাকা রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করতে জনগণকে অনুরোধ করেছেন।
পারওয়ানের প্রাদেশিক প্রশাসন জানায়, আফগানিস্তানের অন্যতম প্রধান মহাসড়ক সালাং বন্ধ করে দেওয়া হয়েছে।
বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
সূত্র: এএনডিএম