প্র্রতিনিধি
প্রকাশ: ০০:০৫, ২৫ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলা করে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলার পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গণসংযোগকালে মঈন খান এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমাদের নেত্রী আপস করলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারত। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সব লোভ উপেক্ষা করে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘১৯৯১ সালে ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। পরবর্তীতে দেশে বাকশাল কায়েম হলে প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয় তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে। এবারও গণতন্ত্রের বিজয় হবে।’
মঈন খান বলেন, তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারুণ্যের প্রথম ভোট হবে, উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপি সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।