প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:২১, ২৩ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নের দারোগারহাট বাজারে দাঁড়িপাল্লার কর্মীদের ওপর প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে জামায়াতের কর্মীরা দারোগারহাট বাজারে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচার চলাকালীন বিএনপির সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় জামায়াত শিবিরের ৭/৮ জন কর্মী আহত হয়েছে। তার মধ্যে মহিউদ্দিন সেলিম ও রাহাতের অবস্থা গুরুতর বলে জানান।
এ ব্যাপারে ফেনী-১ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী সমন্বয়ক রফিকুল ইসলাম জানান, আজ শুক্রবার বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতের কর্মীরা ছাগলনাইয়ার দারোগারহাট বাজারে নির্বাচনী প্রচারের কাজ করার সময় বিএনপির নেতা মুরাদের নেতৃত্ব সন্ত্রাসীরা হামলা চালায়। এতে জামায়াতের ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত মহিউদ্দিন সেলিম ও রাহাতকে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে ফেনী পুলিশ সুপারকে জানানো হয়েছে। ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী-১ আসনে বিএনপি প্রার্থীর সমন্বয়ক বেলাল আহমদ জানান, জামায়াতের কর্মীরা আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। তারা এর সুরাহা না করে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভিডিও করে উল্টো আমাদের কর্মীদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি পরিকল্পিত ও দুঃখজনক।
আমরা আশা করি আগামী নির্বাচনে সহাবস্থান থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান, নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময় জামায়াতের কর্মীদের উপর প্রতিপক্ষের হামলা ঘটনা ঘটেছে বলে একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় এখন স্বাভাবিক আছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।