ঢাকা, রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

১১ মাঘ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

যারা ‘হ‍‍্যাঁ’ ভোট দিতে বলছেন তারা নাৎসিবাদের দোসর: জিএম কাদের

প্র্রতিনিধি

প্রকাশ: ২১:০৮, ২৪ জানুয়ারি ২০২৬

যারা ‘হ‍‍্যাঁ’ ভোট দিতে বলছেন তারা নাৎসিবাদের দোসর: জিএম কাদের

ছবি :সংগৃহীত

যারা হ‍‍্যাঁ ভোট দিতে উৎসাহিত করছেন তারা নাৎসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

‎‎শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

 সন্ধ্যা ৭টা পযর্ন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লাঙ্গল প্রতীকে জনসাধারণের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। ‎‎

এর আগে তিনি আরো বলেন, ভোটের মাঠে আছি, কিন্তু সরকারকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও ভুয়া মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।‎‎

জনসাধারণকে সতর্ক করে জাপা চেয়ারম্যান বলেন, যদি শান্তিপূর্ণ দেশ চান; তাহলে জাতীয় পার্টিকে ভোট দিতে হবে। ‎‎এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

‎‎উল্লেখ‍্য, রংপুর-৩ (জেলার সদর উপজেলা ও সিটি কর্পোরেশন মিলে গঠিত রংপুর-৩ আসন)। মোট ভোটার: ৫,২৭,০৮৮ জন। যাদের মধ্যে পুরুষ ২,৪৯,৪৩৬ জন, নারী ২,৫৩,৩৪৭ জন, তৃতীয় লিঙ্গের ৫ জন। মোট ভোট কেন্দ্র: ১৬৯ টি।‎‎

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন, সামসুজ্জামান সামু – বিএনপি (ধানের শীষ), মাহবুবুর রহমান বেলাল – জামায়াত (দাড়ি পাল্লা), তৌহিদুর রহমান- গণসংহতি আন্দোলন (মাথাল), আমিরুজ্জামান পিয়াল- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানি (হরিণ), বাসদের আব্দুল কুদ্দুস (মই), সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর আনোয়ারা হোসেন বাবলু (কাচিঁ), ও স্বতন্ত্র পার্থী রিটা রহমান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন